লংতরাই গৃহিণী সম্মান ২০২৪: ১০ জন গৃহিণীকে দেওয়া হবে দীঘা-মান্দারমণির ভ্রমণ।

আগরতলা, ২৩ সেপ্টেম্বর,২০২৩ঃ লংতরাই ব্র্যান্ড রাজ্যের গৃহিণীদের সম্মান জানাতে “লংতরাই গৃহিণী সম্মান-২০২৪” নামে এক রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতা ২০শে জুন ২০২৪ থেকে ১৫ই সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চলবে। বিজয়ী ১০ গৃহিণীকে ২ রাত ৩ দিনের জন্য দীঘা ও মান্দারমণির ভ্রমণের সুযোগ দেওয়া হবে। রাজ্য এবং বহিরাজ্য থেকে বহু গৃহিণী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তারা লংতরাই গুঁড়ো মশলা দিয়ে নিজেদের প্রিয় রান্না করেন এবং রান্নার প্রক্রিয়া লংতরাইয়ের অফিসিয়াল WhatsApp নম্বরে পাঠান। পরে, এই ভিডিওগুলো লংতরাইয়ের ফেসবুক পেজে আপলোড করা হলে সর্বাধিক লাইক, শেয়ার এবং ভিউয়ের ভিত্তিতে ১০ জন বিজয়ী নির্বাচিত হন। বিজয়ীদের মধ্যে ৪ জন গৃহিণী রাজ্য থেকে এবং ৬ জন গৃহিণী বহিরাজ্য থেকে। রাজ্যের গৃহিণীরা হলেন: সীমা দেব, সুস্মিতা সরকার, কৃষা দাস ও মিতা চক্রবর্তী। বহিরাজ্যের গৃহিণীরা হলেন: রঞ্জনা দাস, পূর্ণিমা সরকার, সোমা চৌধুরী, রাখী দত্ত, পাপিয়া দত্ত ও শাস্বতী দাস। এই ১০ জন গৃহিণীকে আগামীকাল অর্থাৎ ২৬শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে আগরতলাস্থিত মহারাজা বীরবিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ রাত ৪ দিনের ভ্রমণে নিয়ে যাওয়া হবে। ভ্রমণকালে তাদের জন্য নিউ দীঘার ৪ তারকা হোটেল Swarna-তে থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, ভ্রমণের সময় বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন এবং এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হবে। এই কর্মসূচীকে ঘিরে গৃহিণীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে।

সোমবার, আগরতলার প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান লংতরাইয়ের কর্ণধার রতন দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন সংস্থার জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথসহ অন্যান্য বিশিষ্ট কর্মকর্তাগণ।

সংবাদের জন্য যোগাযোগ করুণ ৯৪৩৬৯৭২০৯২

  • Related Posts

    বীর বিক্রম কলেজ অফ ফার্মেসি আয়োজন করল “নবরং ২০২৪” অনুষ্ঠান, যেখানে স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমির মুগ্ধকর পারফরম্যান্স।

    “নবরং ২০২৪” অনুষ্ঠান,

    Read more

    Continue reading
    রাজ্যবাসীকে ‘আদিবাসী বিশ্বাস দিবসের’ শুভেচ্ছা জানালেন ‘ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি’ এর প্রতিষ্ঠাতা পাতাল কন্যা জমাতিয়া।

    Happy indigenous faith day

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বীর বিক্রম কলেজ অফ ফার্মেসি আয়োজন করল “নবরং ২০২৪” অনুষ্ঠান, যেখানে স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমির মুগ্ধকর পারফরম্যান্স।

    • By TheNews9
    • December 2, 2024
    • 0
    • 39 views
    বীর বিক্রম কলেজ অফ ফার্মেসি আয়োজন করল “নবরং ২০২৪” অনুষ্ঠান, যেখানে স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমির মুগ্ধকর পারফরম্যান্স।

    রাজ্যবাসীকে ‘আদিবাসী বিশ্বাস দিবসের’ শুভেচ্ছা জানালেন ‘ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি’ এর প্রতিষ্ঠাতা পাতাল কন্যা জমাতিয়া।

    • By TheNews9
    • December 1, 2024
    • 0
    • 76 views
    রাজ্যবাসীকে ‘আদিবাসী বিশ্বাস দিবসের’ শুভেচ্ছা জানালেন ‘ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি’ এর প্রতিষ্ঠাতা পাতাল কন্যা জমাতিয়া।

    ১৪ বছরের মাইকেল দেববর্মার সফল অশ্রুপচার, ত্রিপুরা মেডিকেল কলেজে চিকিৎসায় সুস্থ হলেন।

    • By TheNews9
    • November 29, 2024
    • 0
    • 11 views
    ১৪ বছরের মাইকেল দেববর্মার সফল অশ্রুপচার, ত্রিপুরা মেডিকেল কলেজে চিকিৎসায় সুস্থ হলেন।

    বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সিঁথি চক্রবর্তী বন্দনা ত্রিপুরায় স্বাগত, স্টেপ আপ ফাউন্ডেশন-এর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা।

    • By TheNews9
    • November 29, 2024
    • 0
    • 57 views
    বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সিঁথি চক্রবর্তী বন্দনা ত্রিপুরায় স্বাগত, স্টেপ আপ ফাউন্ডেশন-এর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা।

    আগরতলা সচিবালয়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: ৩,০০০ এরও বেশি নতুন নিয়োগের ঘোষণা।

    • By TheNews9
    • November 29, 2024
    • 0
    • 16 views
    আগরতলা সচিবালয়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: ৩,০০০ এরও বেশি নতুন নিয়োগের ঘোষণা।

    শহরের ভয়ঙ্কর ঘটনা – AG অফিসের রহস্যজনক মৃত্যু তদন্তের আওতায়!

    • By TheNews9
    • November 28, 2024
    • 0
    • 14 views
    শহরের ভয়ঙ্কর ঘটনা – AG অফিসের রহস্যজনক মৃত্যু তদন্তের আওতায়!