আগরতলা, ২৩ সেপ্টেম্বর,২০২৩ঃ লংতরাই ব্র্যান্ড রাজ্যের গৃহিণীদের সম্মান জানাতে “লংতরাই গৃহিণী সম্মান-২০২৪” নামে এক রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতা ২০শে জুন ২০২৪ থেকে ১৫ই সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত চলবে। বিজয়ী ১০ গৃহিণীকে ২ রাত ৩ দিনের জন্য দীঘা ও মান্দারমণির ভ্রমণের সুযোগ দেওয়া হবে। রাজ্য এবং বহিরাজ্য থেকে বহু গৃহিণী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তারা লংতরাই গুঁড়ো মশলা দিয়ে নিজেদের প্রিয় রান্না করেন এবং রান্নার প্রক্রিয়া লংতরাইয়ের অফিসিয়াল WhatsApp নম্বরে পাঠান। পরে, এই ভিডিওগুলো লংতরাইয়ের ফেসবুক পেজে আপলোড করা হলে সর্বাধিক লাইক, শেয়ার এবং ভিউয়ের ভিত্তিতে ১০ জন বিজয়ী নির্বাচিত হন। বিজয়ীদের মধ্যে ৪ জন গৃহিণী রাজ্য থেকে এবং ৬ জন গৃহিণী বহিরাজ্য থেকে। রাজ্যের গৃহিণীরা হলেন: সীমা দেব, সুস্মিতা সরকার, কৃষা দাস ও মিতা চক্রবর্তী। বহিরাজ্যের গৃহিণীরা হলেন: রঞ্জনা দাস, পূর্ণিমা সরকার, সোমা চৌধুরী, রাখী দত্ত, পাপিয়া দত্ত ও শাস্বতী দাস। এই ১০ জন গৃহিণীকে আগামীকাল অর্থাৎ ২৬শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে আগরতলাস্থিত মহারাজা বীরবিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ রাত ৪ দিনের ভ্রমণে নিয়ে যাওয়া হবে। ভ্রমণকালে তাদের জন্য নিউ দীঘার ৪ তারকা হোটেল Swarna-তে থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, ভ্রমণের সময় বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন এবং এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হবে। এই কর্মসূচীকে ঘিরে গৃহিণীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে।
সোমবার, আগরতলার প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান লংতরাইয়ের কর্ণধার রতন দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন সংস্থার জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথসহ অন্যান্য বিশিষ্ট কর্মকর্তাগণ।
সংবাদের জন্য যোগাযোগ করুণ ৯৪৩৬৯৭২০৯২