কাঞ্চননগর গার্ধাং অটো স্ট্যান্ডে বৈদিক মন্ত্রোচ্চারণে নতুন শনিঠাকুরের মূর্তি স্থাপন—ভক্তদের দীর্ঘ লাইনে প্রসাদ গ্রহণ।
শান্তির বাজার , ত্রিপুরা । রিপোর্ট-বাহাদুর ত্রিপুরাঃ শান্তির বাজার এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবের আবহে অনুষ্ঠিত হয়ে গেল অটো মজদুর সংঘের উদ্যোগে বার্ষিক শনিপূজা। শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দক্ষিণ ত্রিপুরার কাঞ্চননগর গার্ধাং অটো স্ট্যান্ড চত্বরে এই পূজা উপলক্ষে সৃষ্টি হয় এক অনন্য ধর্মীয় পরিবেশ।
ভারতীয় মজদুর সংঘের অন্তর্গত দক্ষিণ ত্রিপুরা অটো মজদুর সংঘের উদ্যোগেই এ বছর তৃতীয়বারের মতো এই বার্ষিক শনিপূজার আয়োজন করা হয়। পূজাকে কেন্দ্র করে এবার নতুন করে স্থাপন করা হয় ভগবান শনিদেবের মূর্তি, যা ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয় অত্যন্ত নিয়ম–নিষ্ঠাভাবে। বৈদিক ব্রাহ্মণের মাধ্যমে মন্ত্রোচ্চারণ, ধূপ–ধুনো, প্রদীপ প্রজ্জ্বলন এবং শাস্ত্রোচিত সমস্ত ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে পূজা সম্পন্ন করা হয়। ভক্তরা বিশ্বাস করেন, শনিদেবের আশীর্বাদে জীবনের দুঃখ-কষ্ট দূর হয় এবং কর্মজীবনে সমৃদ্ধি আসে—এই বিশ্বাসকে সামনে রেখেই আয়োজন করা হয় এই পূজা।
এই পূজার অন্যতম আকর্ষণ ছিল মহাপ্রসাদের ব্যবস্থা। অটো চালকেরাই নিজ উদ্যোগে ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করেন। শনিবার রাতে শান্তির বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ এসে এই পূজায় অংশগ্রহণ করেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তিভরে প্রসাদ গ্রহণ করতে দেখা যায় নারী-পুরুষ-যুবক-যুবতী সকল বয়সী মানুষদের।
পুরো কাঞ্চননগর গার্ধাং অটো স্ট্যান্ড এলাকা আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে। পূজাকে ঘিরে শান্তির বাজার এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ধর্মীয় স্তোত্র, কীর্তন এবং ভক্তিগীতির মাধ্যমে রাতভর মুখরিত হয়ে ওঠে পূজা প্রাঙ্গণ।
এই অনুষ্ঠান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত জানিয়েছেন অটো মজদুর সংঘের সক্রিয় সদস্য বাপ্পি দেবনাথ। তিনি বলেন, এই পূজার মূল উদ্দেশ্য শ্রমজীবী মানুষদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক ঐক্যকে আরও মজবুত করা। ভবিষ্যতেও এই ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
সার্বিকভাবে, শান্তির বাজারে অটো মজদুর সংঘের উদ্যোগে অনুষ্ঠিত এই বার্ষিক শনিপূজা ধর্মীয় আস্থার সঙ্গে সামাজিক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।








