আগরতলা, ত্রিপুরা ০৩ জানুয়ারী ২০২৫ঃ রাজ্যের মেয়ে রেশমি ঘোষ সফলতার শিখরে পৌঁছালেন দীর্ঘ পরিশ্রম ও সংগ্রামের পর। গত ২২শে ডিসেম্বর কলিঙ্গ ইউনিভার্সিটি আয়োজিত KIIT Nanhipari 2024 Little Miss India প্রতিযোগিতায় তিনি ৪১ লক্ষ ৫০ হাজার টাকা পুরস্কার জিতে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন। সারা দেশ থেকে ৪ হাজার প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। রাজ্যের ত্রিপুরা থেকে স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি ও ফিটনেস জোনের দুইজন মেয়ে—রেশমি ঘোষ এবং বর্ষা দেববর্মা—একা সেমিফাইনালে পৌঁছান।
এদের মধ্যে রেশমি ঘোষ Top Ten মিস অ্যাক্টিভ সম্মানে ভূষিত হন। এই সাফল্যে তাকে সমর্থন করেছেন স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমির ফাউন্ডার সন্দীপ কুমার বর।
ফ্যাশন শো “GLAMOUR FASHION TALENT”
স্টেপ আপ প্রোডাকশন হাউসের আয়োজনে আগামী ২৯ ডিসেম্বর আগরতলা নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে ফ্যাশন শো “GLAMOUR FASHION TALENT”। এই প্রোগ্রামে মিস্টার, মিসেস, মিস, এবং কিডস ক্যাটাগরিতে অংশগ্রহণ করা হবে।
ডান্স কার্নিভাল ২৭ অ্যাওয়ার্ড প্রোগ্রাম
এছাড়া, স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ডান্স কার্নিভাল ২৭ অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২৯শে ডিসেম্বর আগরতলা নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে, যেখানে স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি ও ফিটনেস জোনের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিশেষ ব্যক্তিদের সম্মানিত করা হবে।
স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি ২০২৫ সেশন শুরু করছে
স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি ২০২৫ সেশনে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। প্রতিবছরের মতো, এবারও ফ্রি এডমিশন সুবিধা প্রদান করা হয়েছে। ১০ই জানুয়ারী ২০২৫ পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে। এছাড়াও, আগত শিক্ষার্থীরা পাবে ৩৫০০ টাকা ছাড়।
এমন একটি আয়োজনের মাধ্যমে রাজ্যবাসী নতুন প্রজন্মের প্রেরণার উৎস হয়ে উঠতে পারবে।