আগরতলা, ২৩ অক্টোবর ২০২৪ঃ আজ দেশব্যাপী ধরনায় বসেছে কনফেডারেশন অফ ব্যাংক পেনশনার্স এন্ড রিটায়ার্ড অর্গানাইজেশন (সিবিপিআরও), পেনশনারদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে। বুধবার রাজধানী আগরতলায় প্যারাডাইস চৌমুহনী এলাকায় আয়োজিত এই ধরনা কর্মসূচির আওতায় পেনশনের সব বিভাগের আপডেট, কর্মচারীদের পেনশনের সুযোগ, এবং পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের জন্য স্বাস্থ্য বিমার মাধ্যমে গণনা করার দাবি তুলে ধরা হয়েছে। সিবিপিআরও’র সর্বভারতীয় কমিটি দেশের সকল রাজ্যের রাজধানীতে একই সঙ্গে এই ধরণার আহ্বান জানিয়েছে, যা কেন্দ্রীয়ভাবে নয়া দিল্লির যন্তর মন্তরে পালিত হচ্ছে। পেনশনারদের এই আন্দোলন বর্তমান পরিস্থিতিতে তাদের ন্যায্য অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ধরনায় অংশগ্রহণকারীরা দাবি করেছেন, সরকারের উচিত পেনশনারদের প্রতি আরও সহানুভূতির সঙ্গে নজর দেওয়া এবং তাদের সমস্যাগুলি দ্রুত সমাধান করা।








