
আগরতলা, ২০ অক্টোবর ২০২৪ঃ সুপ্রীম কোর্ট ও হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ০১-০১-১৯৯৬ তারিখ থেকে জুটমিলে কর্মরত ১৬৪৭ জন কর্মীর প্রাপ্য বেতন একত্রে মিটিয়ে দেওয়ার জন্য ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটি আগামী ৬ই নভেম্বর ২০২৪ তারিখে জুটমিল প্রাঙ্গনে একটি গণ বিক্ষোভের ডাক দিয়েছে। আজ আগরতলা টাউনহলে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আন্দোলন কমিটির সদস্যরা স্পষ্টভাবে উল্লেখ করেন, “আমাদের দাবি আদায়ে আমরা একত্রিত। পেমেন্টের ১৫ দিন পূর্বে পে শ্লিপ ও আইপিএস যথাযথভাবে বিতরণ করতে হবে। ইউনিয়নবাজী পেমেন্ট নয়; আদালতের নির্দেশ অনুযায়ী সকলের প্রাপ্য মিটিয়ে দিতে হবে।” বক্তারা আরও বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ যে কোনও ভাবে অমান্য করা হবে না। আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হতে পারি না। যারা আমাদের প্রাপ্য বেতন দিচ্ছে না, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।” এই অধিবেশনে বিভিন্ন শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন, যারা আন্দোলনের কার্যক্রমকে সমর্থন জানান। তাঁরা বলেন, “আমরা এক হয়ে লড়াই করব, যাতে সরকার এবং মিল কর্তৃপক্ষ আমাদের কথা শোনে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।” ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটি আশাবাদী যে এই গণ বিক্ষোভের মাধ্যমে তাঁদের দাবি সঠিকভাবে তুলে ধরা হবে এবং সরকার ও মিল কর্তৃপক্ষ তা নজরে নেবে। আন্দোলনকারীরা জানান, তাঁরা আগামী ৬ই নভেম্বর থেকে নিজেদের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাবেন এবং ত্রিপুরার সকল শ্রমিকদের সমর্থন কামনা করেছেন। সমগ্র অধিবেশনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এবং সকল শ্রমিক একত্রিত হয়ে তাঁদের দাবি আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।