২৭ আগস্ট ২০২৪ঃ আন্তর্জাতিক ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (BCCI) সচিব জয় শাহ মঙ্গলবার, ২৭ আগস্ট, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) নতুন চেয়ারম্যান হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি ৩৫ বছর বয়সে আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী ১ ডিসেম্বর, ২০২৪ থেকে তিনি এই নতুন ভূমিকা পালন করবেন।
জয় শাহ-এর নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনী প্রক্রিয়া খুবই সহজভাবে সম্পন্ন হয়। আইসিসি এর আগে ঘোষণা করেছিল যে, চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলে তবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে শেষ পর্যন্ত জয় শাহ একমাত্র প্রার্থী হিসেবে মনোনীত হন, যা তাকে এই সম্মানজনক পদের জন্য নির্বাচিত করে।
জয় শাহ বর্তমান চেয়ারম্যান গ্রেগ বারক্লেকে উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেবেন, যিনি ২০২০ সাল থেকে এই পদে ছিলেন এবং তৃতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হওয়ার আগ্রহ প্রকাশ করেননি। জয় শাহের এই দায়িত্বগ্রহণের ফলে তিনি আইসিসির শীর্ষ পদে বসা পঞ্চম ভারতীয় হিসেবে ইতিহাসের অংশ হয়ে থাকবেন।
এদিকে, জয় শাহের পদত্যাগের পর BCCI সচিব পদে কে আসীন হবেন তা নিয়ে ক্রিকেট মহলে নানা জল্পনা চলছে। নভেম্বরের শেষে জয় শাহ BCCI সচিবের পদ থেকে সরে দাঁড়ানোর পর এই পদে নতুন কাউকে নির্বাচিত করা হবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় ক্রিকেটমহলে জয় শাহের এই নির্বাচনের পর উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, তারুণ্যের উত্সাহ এবং অভিজ্ঞতার মিশ্রণে জয় শাহ আইসিসির নেতৃত্বে নতুন গতির সূচনা করবেন। আগামী দিনে আন্তর্জাতিক ক্রিকেটের নানা বিষয় নিয়ে তার নেতৃত্বে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।