মোহনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতি; যোগ দিলেন প্রায় ১১০০ কর্মী।
মোহনপুর, ত্রিপুরা । ১৪ ডিসেম্বর ২০২৫ঃ দলীয় সংগঠনকে আরও সুদৃঢ় করা এবং তৃণমূল স্তরে ভারতীয় জনতা পার্টির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মোহনপুরে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির ২ নং মোহনপুর মণ্ডলের পৃষ্ঠা প্রমুখ সম্মেলন। শনিবার মোহনপুর স্কুল মাঠে আয়োজিত এই সম্মেলন ঘিরে সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। দলের পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ।

এই গুরুত্বপূর্ণ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন লোকসভা সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব ও সংগঠনের পদাধিকারীরা।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, পৃষ্ঠা প্রমুখরাই বিজেপির সাংগঠনিক কাঠামোর মূল শক্তি। প্রতিটি পরিবারের সঙ্গে সরাসরি সংযোগ রক্ষা করে সরকারের উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পৃষ্ঠা প্রমুখদের কাঁধেই বর্তায়। তিনি কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, সংগঠন যত শক্তিশালী হবে, ততই উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।
লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব তাঁর বক্তব্যে বলেন, বিজেপি সবসময় তৃণমূল স্তরের কর্মীদের উপর নির্ভর করে এগিয়ে চলেছে। পৃষ্ঠা প্রমুখদের সক্রিয় অংশগ্রহণই দলকে নির্বাচন থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ড—সব ক্ষেত্রেই সাফল্য এনে দিয়েছে। আগামী দিনে আরও সংগঠিতভাবে কাজ করে দলের আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের মূল উদ্দেশ্য হলো কর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানো এবং সাংগঠনিক দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করা। তিনি বলেন, দলের প্রতিটি কর্মী যদি নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন, তাহলে বিজেপির শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পাবে।
এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ বলেন, মোহনপুর অঞ্চলে উন্নয়নের যে ধারাবাহিক কাজ চলছে, তার পেছনে দলের কর্মীদের অবদান অনস্বীকার্য। আগামী দিনেও এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে প্রায় ১১০০ জন কর্মী ও কার্যকর্তা অংশগ্রহণ করেন। কর্মীদের উপস্থিতিতে গোটা সম্মেলন প্রাঙ্গণ ছিল জনসমুদ্রে পরিণত। বক্তাদের বক্তব্যের পাশাপাশি সাংগঠনিক দিকনির্দেশনা, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং দলীয় শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সম্মেলনের মাধ্যমে মোহনপুরে বিজেপির সাংগঠনিক ভিত আরও মজবুত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।







